ছয় দফা দাবিতে সারা দেশে ঘোষিত রেল অবরোধ কর্মসূচি আপাতত স্থগিত করেছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার (১৭ এপ্রিল) প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ ও শিক্ষা উপদেষ্টার আহ্বানে ‘কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশ’-এর নেতারা শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকে বসছেন। বৈঠক চলাকালীন এই কর্মসূচি স্থগিত থাকবে বলে জানানো হয়েছে।
কারিগরি ছাত্র আন্দোলনের পক্ষ থেকে জানানো হয়, শিক্ষা উপদেষ্টা বৈঠকের আগেই যেন রাজপথে কোনো কর্মসূচি না দেওয়া হয়—এই অনুরোধ করেছেন। সে অনুযায়ী, আজকের পূর্বঘোষিত রেল অবরোধ আপাতত শিথিল করা হয়েছে।
বাংলাদেশের প্রধান কার্যকরী উপদেষ্টা রহমত উল আলম শিহাব জানান, বৃহস্পতিবার বেলা ১১টায় শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হবে। এরপর আলোচনা অনুযায়ী পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।
এর আগে বুধবার সন্ধ্যায় সাতরাস্তা মোড়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। তাদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে ‘কারিগরি ও উচ্চশিক্ষা মন্ত্রণালয়’ নামে আলাদা মন্ত্রণালয় প্রতিষ্ঠা, এবং কারিগরি শিক্ষার্থীদের জন্য একটি পূর্ণাঙ্গ টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় গঠন।
বুধবার সারাদেশের বিভিন্ন মহাসড়ক ও সড়ক অবরোধ করে আন্দোলনে অংশ নেন পলিটেকনিক শিক্ষার্থীরা।