চট্টগ্রামের চান্দগাঁওয়ে র্যাব-৭-এর ক্যাম্প থেকে সিনিয়র সহকারী পুলিশ সুপার পালাশ সাহার (৩৭) গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (৭ মে) দুপুর সাড়ে ১২টার দিকে ক্যাম্পের তৃতীয় তলার একটি কক্ষে এ ঘটনা ঘটে।
পালাশ সাহা ৩৭তম বিসিএসের পুলিশ ক্যাডারের কর্মকর্তা ছিলেন। তিনি বর্তমানে র্যাব-৭-এ সিনিয়র সহকারী পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (উত্তর) জাহাঙ্গীর আলম জানান, পালাশ সাহার অফিস কক্ষে তার গুলিবিদ্ধ মরদেহ পাওয়া যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি নিজেই গুলি করে আত্মহত্যা করেছেন। ঘটনাস্থল থেকে তার পরিবারের উদ্দেশ্যে লেখা একটি চিরকুটও উদ্ধার করা হয়েছে।
তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে বিস্তারিত তথ্য জানানো হবে।
ঘটনার বিষয়ে র্যাব-৭-এর অধিনায়ক ও র্যাবের মিডিয়া উইংয়ের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও এখন পর্যন্ত কোনো বক্তব্য পাওয়া যায়নি।