পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দ্বিতীয় ম্যাচে কুয়েটা গ্লাডিয়েটর্সের মুখোমুখি হয়েছে বাবর আজমের পেশওয়ার জালমি। আজ রোববার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে কুয়েটা ৫ উইকেটে ২০৬ রান করে। জবাবে ব্যাট করতে নেমে দুর্দান্ত ফিফটি হাঁকিয়েছেন পেশওয়ারের অধিনায়ক বাবর আজম। তবে দলকে জেতাতে পারেননি তিনি।
নির্ধারিত ২০ ওভার ব্যাট করে ৬ উইকেটে ১৯০ রান তুলতে পেরেছে পেশওয়ার। ফলে ১৬ রানের হার দিয়ে আসর শুরু করলো বাবরের দল। নিজের দল পেশওয়ার না জিতলেও এদিন পিএসএলে দারুণ এক ইতিহাস করেছেন বাবর। প্রথম ক্রিকেটের হিসেবে ৩ হাজার রানের মাইলফলকে স্পর্শ করেছেন তিনি।
ব্যাট করতে নেমে পেশওয়ারের শুরুটা ছিল ভালোই ছিল। উদ্বোধনী জুটিতে ৮.৪ ওভারে সাইম আইয়ুবকে সঙ্গে নিয়ে ৯১ রান করেন বাবর। সাইম ২৬ বলে ৪২ রান করে অপ্রত্যাশিত রানআউটের শিকার হলে দলের পুরো দায়িত্ব নিজের কাঁধে নিয়ে খেলেন বাবর।
এদিন ব্যাট হাতে দুর্দান্ত ফিফটি হাঁকান বাবর। ৪২ বলে ৬৮ রান করেন এই ডানহাতি ব্যাটার। বাবরের ব্যাটে ছিল ৪ বাউন্ডারি ও ৪ ছক্কার মার। মিডলঅর্ডারে টম কহলার কডমোর করেন ১৮ রান। এতে ১৯০ তোলেই ইনিংস শেষ করে পেশওয়ার।