সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবার লন্ডনেই ঈদ পালন করবেন। যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মালেক বুধবার (১৯ মার্চ) লন্ডনে এক ইফতার ও দোয়া মাহফিলে এ তথ্য জানান।
তিনি জানান, বিএনপি চেয়ারপারসনকে লন্ডনে ঈদ উদযাপনের অনুরোধ জানানো হলে তিনি এতে সম্মতি দেন।
দেশে ফেরার বিষয়ে তিনি বলেন, ঈদের দুই সপ্তাহ পর, অর্থাৎ ১৫ এপ্রিলের আশেপাশে, খালেদা জিয়া দেশে ফিরতে পারেন। তবে ফ্লাইট শিডিউল অনুযায়ী এ তারিখ কিছুটা পরিবর্তন হতে পারে।
উল্লেখ্য, গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর রাষ্ট্রপতির এক আদেশে খালেদা জিয়া মুক্তি পান। পরে আদালত তার বিরুদ্ধে থাকা দুর্নীতির দুটি মামলার রায় বাতিল করেন। উন্নত চিকিৎসার জন্য ৮ জানুয়ারি তিনি লন্ডনে যান এবং বর্তমানে সেখানে তারেক রহমানের বাসভবনে অবস্থান করছেন।