২৩ নভেম্বর, রাত আনুমানিক পৌনে ১২টার দিকে এসআই কুদ্দুস মৃধা শহরের পুরাতন বাসস্ট্যান্ডে দায়িত্ব পালনকালে রাস্তা পার হওয়ার সময় লালমনিরহাটগামী অতিদ্রুতগতি একটি বাস (ঢাকা মেট্রো ব – ১১-৫০৯০) তার দিকে চলে আসে ও চাঁপা দেয়ার চেষ্টা করে। তখন এসআই কুদ্দুস লাফিয়ে সরে গেলে গাড়িটি তার পাশ ঘেঁষে চলে যায়। প্রাণে বেঁচে যান টাঙ্গাইল সদর থানার চাকুরিরত এসআই কুদ্দুস মৃধা।
এসময় তিনি ভীত হয়ে রাস্তার পাশেই বসে পড়েন ও সঙ্গীয় ফোর্সদের জানান। সঙ্গীয়রা সাথে সাথে পলায়নরত বাসটিকে আটক করেন। https://youtu.be/PXIlcGl0wqY
এসময় গাড়ির চালকের ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির বৈধ কাগজ পত্রাদি দেখতে চাইলে একটি কেস স্লিপ ছাড়া কোন কিছুই দেখাতে পারেননি তারা। এমনকি গাড়ির চালকের ড্রাইভিং লাইসেন্সও নাই। তখন গাড়ির চালক, সুপারভাইজার ও সহযোগীকে আটক করা হয়।
এরপর এসআই কুদ্দুস অন্য একটি গাড়ি ব্যবস্থা করে যাত্রীদের গন্তব্যে পোঁছানোর ব্যবস্থা করেন। পরে গাড়িটি জব্দ করে থানায় নিয়ে যাওয়া হয়।
গাড়ির মালিক মো. শামীমের সাথে যোগযোগ করা হলে চালকের ড্রাইভিং লাইসেন্স নাই, বিষয়টি স্বীকার করেন।