ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের লাঙ্গলবন্দ সেতু থেকে মুন্সীগঞ্জের গজারিয়া পর্যন্ত প্রায় ৭ কিলোমিটারজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও যানবাহন চালকরা।
জানা গেছে, ঢাকামুখী লেনে লাঙ্গলবন্দ সেতু থেকে মেঘনা টোলপ্লাজা পর্যন্ত এ যানজট লেগে আছে। ফলে ঘণ্টার পর ঘণ্টা একই স্থানে দাঁড়িয়ে থাকতে হচ্ছে গাড়ি ও যাত্রীদের।
হাইওয়ে পুলিশ জানিয়েছে, লাঙ্গলবন্দ সেতুর অবস্থার অবনতি এবং টানা বৃষ্টিতে সড়কের পিচ ও বিটুমিন উঠে গিয়ে বিভিন্ন স্থানে গর্তের সৃষ্টি হওয়ায় যান চলাচলে বড় বাধা তৈরি হয়েছে। ফলে ব্রিজের প্রবেশপথে গাড়ির গতি একেবারে কমে যাচ্ছে, যার কারণে দীর্ঘ যানজট দেখা দিয়েছে।
ঢাকাগামী শাহ আলী পরিবহনের এক চালক বলেন, “আমি এক ঘণ্টার বেশি সময় ধরে মোগরাপাড়ায় দাঁড়িয়ে আছি। গাড়ি নড়ছে না। শুনেছি লাঙ্গলবন্দ সেতুর অবস্থা ভালো নয়।”
কাঁচপুর হাইওয়ে থানার ওসি কাজী ওয়াহিদ মোরশেদ জানান, “ব্রিজের ক্ষতিগ্রস্ত অংশ ও গর্তের কারণে যানজট হচ্ছে। আমাদের পুলিশ সদস্যরা যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে চেষ্টা করছেন।”
নারায়ণগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম বলেন, “টানা বৃষ্টিতে সড়কের বিভিন্ন স্থানে গর্ত হয়েছে, বিশেষ করে লাঙ্গলবন্দ সেতুর প্রবেশপথে। সওজের একটি দল গর্তগুলো দ্রুত মেরামতের কাজ করছে। আশা করি দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হবে।”