বান্দরবানের লামা পৌরসভার লাইনঝিরি এলাকার আবুল খায়ের টোব্যাকো কোম্পানির তামাক ক্রয়কেন্দ্র থেকে প্রায় ১ কোটি ৭২ লাখ ৭৫ হাজার টাকা ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশ। এ সময় মাটির নিচে লুকিয়ে রাখা ৩ লাখ ১৭ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়েছে।
আটকরা হলেন—চকরিয়া উপজেলার পূর্ব ভেউলা ইউনিয়নের পদ্মাছড়া এলাকার মারুফুল ওরফে আরিফ (৩৩), একই উপজেলার লক্ষ্যারচর ইউনিয়নের নাঈমুল ইসলাম ওরফে সাগর (৩১), লামা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের আব্দুর রহিম (৩৬), একই এলাকার মো. সুজন (২৫), এবং সাবেক বিলছড়ি সিলেটিপাড়ার আনোয়ারা বেগম (৪৫)।
বান্দরবান জেলা পুলিশ সুপারের নির্দেশে লামা ও পাশের চকরিয়া উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন জানান, গ্রেপ্তারদের দেওয়া তথ্য অনুযায়ী বৃহস্পতিবার (১৫ মে) প্রথমে আব্দুর রহিমের কাছ থেকে ৫০ হাজার ২০০ টাকা এবং শুক্রবার (১৬ মে) রাতে তার দেখানো স্থানে মাটি খুঁড়ে আরও ২ লাখ ৬৭ হাজার টাকা উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, বাকিদের অবস্থান শনাক্ত করতে অভিযান চলছে এবং পুরো ডাকাতচক্রকে গ্রেপ্তারে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, গত ৯ মে ভোরে ১৫-১৬ জনের সশস্ত্র ডাকাত দল লাইনঝিরি এলাকার আবুল খায়ের টোব্যাকো কোম্পানির অফিসে হামলা চালায়। অস্ত্রের মুখে অফিসের হিসাবরক্ষকসহ অন্যান্যদের জিম্মি করে তারা ১ কোটি ৭২ লাখ ৭৫ হাজার ৬৩৮ টাকা লুট করে পালিয়ে যায়।