লালমনিরহাট শহরের বিডিআর গেট এলাকায় দুটি ট্রেনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে লালমনি এক্সপ্রেসের দুটি বগি লাইনচ্যুত হয়েছে এবং কমিউটার ট্রেনের কয়েকজন যাত্রী আহত হয়েছেন। তবে, আহতদের অবস্থা গুরুতর নয় বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।
সোমবার (২৮ জুলাই) দুপুরে এই দুর্ঘটনা ঘটে। রেলওয়ে সূত্রে জানা গেছে, লালমনি এক্সপ্রেস যাত্রী নামিয়ে ওয়াশপিটের দিকে যাচ্ছিল। এ সময় পেছন থেকে আসা বুড়িমারী থেকে পার্বতীপুরগামী কমিউটার ট্রেনটি বিডিআর গেট এলাকায় এসে লালমনি এক্সপ্রেসকে ধাক্কা দেয়।
এ ঘটনায় লালমনি এক্সপ্রেসের দুটি বগি লাইনচ্যুত হয়। যেহেতু ট্রেনটিতে যাত্রী ছিল না, তাই বড় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে কমিউটার ট্রেনে থাকা কয়েকজন যাত্রী সামান্য আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
রেলওয়ে কর্তৃপক্ষ ঘটনার তদন্ত শুরু করেছে এবং রেল চলাচল স্বাভাবিক করতে কাজ চলছে।