লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার হাজরানীয়া বাজারে একদল দুর্বৃত্তের হামলার ঘটনা ঘটেছে। সোমবার (১৭ মার্চ) দিবাগত রাতে পূর্ব বিরোধের জেরে এ হামলা চালানো হয়।
ব্যবসায়ীদের অভিযোগ, হামলাকারীরা ১৭টি দোকান ভাঙচুর করে এবং নগদ টাকা ও মালামাল লুটপাট করে নিয়ে যায়। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পুলিশ ও স্থানীয়রা জানান, ভোটমারী গ্রামের কয়েকজনের সঙ্গে হাজরানীয়া বাজারের ব্যবসায়ী মশিউর রহমান মিন্টুর কথা কাটাকাটির একপর্যায়ে উত্তেজনা সৃষ্টি হয়। পরে একদল ব্যক্তি লাঠিসোটা নিয়ে মিন্টুর ওপর হামলা চালায়।
এ ঘটনায় মিন্টুসহ অন্তত ১৫ জন আহত হন। আহতদের মধ্যে তিনজনকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে, বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ব্যবসায়ী রেয়াজুল ইসলাম ১৬ জনের নাম উল্লেখ করে রাতেই কালীগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।