অলক কুমার : টাঙ্গাইলের ঘাটাইলে চলন্ত বাস থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ সড়কে ফেলে রেখে পালিয়েছে বিনিময় পরিবহন একটি যাত্রীবাহী বাস।
গতকাল রোববার (২০ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়ক ঘাটাইল বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
খবর পেয়ে রাত ৮টার দিকে অজ্ঞাত ব্যক্তিটিকে উদ্ধার করে পুলিশ।
স্থানীয়রা জানান, বাসটি দ্রুত গতিতে চলছিল। হঠাৎ চলন্ত অবস্থায় এক ব্যক্তিকে সড়কে ফেলে রেখে বেপরোয়া গতিতে পালিয়ে যায়।
আরো পড়ুন – যে দুইটি গুরুতর কারণে মেয়রকে কারণ দর্শানোর নোটিশ
পরে ঘাটাইল থানা পুলিশকে সংবাদ দিলে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
সোমবার (২১ নভেম্বর) ঘাটাইল থানার ডিউটি অফিসার মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, এখনো মরদেহের পরিচয় মেলেনি। ময়নাতদন্তের জন্য মরদেহটি টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে।
এ বিষয়ে ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম জানান, রোববার রাতে বিনিময় পরিবহনের একটি বাস থেকে অজ্ঞাত পরিচয় ওই ব্যক্তির মরদেহ ঘাটাইল বাসস্ট্যান্ডে ফেলে রেখে যায়।
আরো পড়ুন – টাঙ্গাইলে পৌরসভার তিন প্রকৌশলী বরখাস্ত, মেয়রকে নোটিশ
সংবাদ পেয়ে মরদেহটি ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে। মরদেহটির পরিচয় শনাক্ত ও বিনিময় পরিবহনের বাসটি আটক করতে পুলিশ কাজ করছে।