স্প্যানিশ লা লিগায় জিরোনাকে ২-০ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। দারুণ এই জয়ে পয়েন্ট টেবিলে বার্সার সাথে সমতা এনেছে কার্লো আনচেলত্তির দল।
রোববার (২৩ ফেব্রুয়ারি) রিয়ালের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে মুখোমুখি হয় দু’দল। চলতি মাসে লা লিগায় এর আগে তিনটি ম্যাচ খেলে জয়শূন্য ছিল রিয়াল। এস্পানিওলের মাঠে ১-০ গোলে হারের পর অ্যাটলেটিকো মাদ্রিদ ও ওসাসুনার সঙ্গে ড্র করেছিল তারা। তবে ওইসব হতাশাজনক ফলের মাঝে ইউরোপিয়ান প্রতিযোগিতায় তিনটি ম্যাচ খেলে জিতেছিল সবগুলো। অবশেষে এবার ঘরোয়া লিগেও পেল জয়ের দেখা।
ঘরের মাঠে খেলতে নেমে শুরুটা ঢিমেতালে হয় লস ব্লাঙ্কোসদের। ছিল না তাদের সেই চিরচেনা গতি। দু’একবার আক্রমণে উঠলেও গোলের দেখা পাচ্ছিলো না স্বাগতিকরা। বিরতির আগে খেলার ৪১ মিনিটে ডেডলক ভাঙে রিয়াল। কর্নার থেকে পাওয়া বলে হাওয়ায় ভাসানো শটে দলকে এগিয়ে নিয়ে যান ক্রোয়েশিয়ান তারকা লুকা মডরিচ। ১-০ তে লিড নিয়ে বিরতিতে যায় রিয়াল।
দ্বিতীয়ার্ধে আক্রমণের ধারা অব্যাহত রাখে আনচেলত্তির দল। তবে এখানেও গোলের দেখা পায় একেবারে প্রায় শেষ সময়ে এসে। ৮০তম মিনিটে ব্যবধান বাড়ানোর নিশ্চিত সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি এমবাপ্পে। মদ্রিচের থ্রু বল ধরে বক্সে ঢুকে শট নেন ফরাসি তারকা, একটু এগিয়ে রুখে দেন জিরোনা গোলরক্ষক।
ম্যাচের ৮৩তম মিনিটে পাল্টা আক্রমণে এমবাপ্পের পাস থেকে বল পেয়ে গোলের ঠিকানা খুঁজে নেন ভিনিসিয়ুস জুনিয়র। খেলার বাকি সময়ে আর কোনো গোল না হলে ২-০ ব্যবধানের জয় নিশ্চিত হয় রিয়াল মাদ্রিদের। উল্লেখ্য, ২৫ ম্যাচে ১৬ জয় ও ৬ ড্রয়ে ৫৪ পয়েন্ট নিয়ে দুইয়ে লস ব্লাঙ্কোসরা। সমান পয়েন্ট নিয়ে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে শীর্ষে বার্সেলোনা।