লুক্সেমবার্গের গ্লোবাল গভর্নমেন্ট সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার, লুক্সেমবার্গের শ্রমমন্ত্রী জর্জেস মিশকো কর্তৃক আয়োজিত এই সামিটে ভিডিও বার্তার মাধ্যমে বক্তব্য রাখেন তিনি।
এবারের সামিটে ৫১টি দেশের দেড় শতাধিক সরকারি প্রতিনিধি অংশ নিয়েছেন, যার মধ্যে ১৪ জন মন্ত্রী ও উপমন্ত্রীও রয়েছেন। তারা ভবিষ্যৎ গঠনে তাদের নীতি কাঠামোতে সামাজিক ব্যবসা এবং সামাজিক উদ্ভাবনকে অন্তর্ভুক্ত করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।