দেশব্যাপী ইসরায়েলবিরোধী বিক্ষোভ চলাকালে বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও লুটপাটের ঘটনাকে অনুচিত বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানান, এসব ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে এবং ভবিষ্যতে যাতে এমন ঘটনা না ঘটে, সে জন্য সরকার সচেষ্ট থাকবে।
মঙ্গলবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। এ পর্যন্ত ঘটনায় জড়িত ৪৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান উপদেষ্টা।
আসন্ন পহেলা বৈশাখ উপলক্ষে নিরাপত্তা পরিস্থিতি নিয়েও কথা বলেন তিনি। উপদেষ্টা জানান, সারাদেশে উৎসবমুখর পরিবেশে নববর্ষ উদযাপনের প্রস্তুতি নেওয়া হয়েছে। কোনো নিরাপত্তা ঝুঁকি নেই, ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে বিশেষ নজর দেওয়া হবে।