গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, দেশের জনগণের ন্যায়বিচার পাওয়ার অধিকারই হবে একটি নতুন রাষ্ট্র গঠনের ভিত্তি। যৌক্তিক সময়ে অন্তর্বর্তী সরকারকে নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়ে তিনি বলেন, ৫ আগস্ট আমাদের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ দিন।
সোমবার (৪ আগস্ট) মিরপুরে জুলাই শহীদদের স্মরণে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।
জোনায়েদ সাকি বলেন, “শহীদ পরিবারগুলো বিচার না পাওয়ার যন্ত্রণায় কাতর। প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হওয়া উচিত ছিল। একটি রাষ্ট্র জনগণের হয় কিনা, তা বোঝা যায় সে রাষ্ট্র ন্যায়বিচার দিতে পারছে কি না।”
তিনি আরও বলেন, “জুলাই শহীদরা প্রমাণ করে গেছেন—এই দেশের মানুষ জীবন্ত, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। তাদের আত্মত্যাগেই খুনিদের ক্ষমতা থেকে হটানো সম্ভব হয়েছে।”
সাকি বলেন, “অন্তর্বর্তী সরকারের প্রথম দায়িত্ব ছিল শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া। কিন্তু এখনও শহীদদের পূর্ণাঙ্গ তালিকা, ক্ষতিগ্রস্ত পরিবারের দায়িত্ব ও আহতদের চিকিৎসা নিশ্চিত করা হয়নি। এটাই এই সরকারের ব্যর্থতা।”