ঘাটাইল
,
সংবাদ দাতা
টাঙ্গাইল-০৩ (ঘাটাইল) আসনে ১০ দলীয় জোটের মনোনীত এনসিপি প্রার্থী সাইফুল্লাহ হায়দার তাঁর নির্বাচনী প্রচারণা শুরু করেছেন শহীদ সাদিকুর রহমান সাদিক এর কবর জিয়ারতের মধ্য দিয়ে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় ঘাটাইল উপজেলার সাগরদীঘি ইউনিয়নের ফুলমালীর চালা করিমগঞ্জ (ঘোনাপাড়া) গ্রামে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন এনসিপির জেলার সদস্য সচিব মাসুদুর রহমান রাসেল, উপজেলা জামায়াতের আমীর মো. রাসেল মিয়া, উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. হুমায়ুন কবিরসহ এনসিপি ও জামায়াতের স্থানীয় নেতাকর্মীরা।
কবর জিয়ারতের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে সাইফুল্লাহ হায়দার বলেন,
“জুলাই আন্দোলনে অসংখ্য প্রাণের বিনিময়ে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। সেই আন্দোলনের শহীদ সাদিকুর রহমানের কবর জিয়ারতের মাধ্যমে আমরা আমাদের নির্বাচনী প্রচারণা শুরু করলাম।”
তিনি আরও বলেন, “দেশের মানুষ জুলাই আন্দোলনে ছাত্রদের সাহসী ও ঐতিহাসিক ভূমিকার যথাযথ মূল্যায়ন করবে। আগামী নির্বাচনে শাপলা কলি প্রতীকে ভোট দিয়ে ১০ দলীয় জোটকে দেশ পরিচালনার সুযোগ দেবে বলে আমরা বিশ্বাস করি।”
সাইফুল্লাহ হায়দার নির্বাচনী সমর্থকদের উদ্দেশে দিকনির্দেশনা দিয়ে বলেন, সকল দলমত নির্বিশেষে মানুষকে শাপলা কলি প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানাতে।











