ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় তারকা জুটি শাকিব খান ও অপু বিশ্বাস ব্যক্তিগত জীবনের বিচ্ছেদের পরেও পুত্র আব্রাম খান জয়ের শিক্ষার জন্য একসঙ্গে সিদ্ধান্ত নিয়েছেন। সন্তানকে উচ্চমানের শিক্ষার পরিবেশ দেওয়ার লক্ষ্যেই এবার তারা সিঙ্গাপুরে পাড়ি জমাবেন।
অপু বিশ্বাস সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ছেলে জয়কে সিঙ্গাপুরের একটি স্কুলে ভর্তি করানো হবে। এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে শাকিব খানের সঙ্গে আলোচনা হয়েছে। তিনি বলেন, “জয় সিঙ্গাপুরে একটি স্কুলে ভর্তি হবে। আমরা কিছুদিন ওই দেশে থাকব।”
গত বছরও অপু বিশ্বাস প্রকাশ করেছিলেন, ছেলে জয়কে বিদেশে পাঠানোর পরিকল্পনা আছে। ঢাকায় একই ইংলিশ মিডিয়াম স্কুলে জয় ও বীরের ভর্তি হওয়ার পর নানা নেতিবাচক ঘটনার কারণে অপু বিশ্বাস ছেলেকে স্কুল থেকে সরিয়ে নেন। এবার সিঙ্গাপুর যাত্রা সেই উচ্চমানের শিক্ষার সুযোগ নিশ্চিত করার অংশ হিসেবে দেখছেন তারা।
যদিও ছেলে জয়কে বিদেশে পাঠানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তবে সেখানেই স্থায়ীভাবে বসবাস করবেন কি না, সে বিষয়ে অপু স্পষ্ট করেননি। তিনি এ বিষয়টি ব্যক্তিগত রাখার আগ্রহ প্রকাশ করেছেন।