জুলাই-আগস্টে উত্তরা এলাকায় আন্দোলনের সময় ২০০-র বেশি মানুষকে হত্যার অভিযোগে ঢাকার সাবেক মেয়র আতিকুল ইসলামসহ ৯ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। একইসাথে ২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকুসহ আরও ৪ জনকে আদালতে উপস্থিত করা হয়েছে।
সোমবার (১২ মে) সকাল ১০টায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদের হাজির করা হয়। আজকের দিনেই এই মামলাগুলোর তদন্ত প্রতিবেদন দাখিল করার কথা রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
এর আগে, মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আসামিদের গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।
অন্যদিকে, শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দীন খান আলমগীর এবং গণজাগরণ মঞ্চের ইমরান এইচ সরকারসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে।
এই মামলাগুলোর বিষয়ে দেশের ভেতরে এবং বাইরে তীব্র আলোচনা চলছে।