হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভেতরের নিরাপত্তার দায়িত্ব আবারও গ্রহণ করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। অন্যদিকে অস্থায়ী দায়িত্ব শেষে নিজ নিজ বাহিনীতে ফিরে যাচ্ছেন বিমানবাহিনীর সদস্যরা।
গত বুধবার প্রধান উপদেষ্টার দপ্তরে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে বলা হয়, বিমানবন্দরের অভ্যন্তরে নিরাপত্তা দায়িত্ব পালন করবে এপিবিএন এবং বিমানবাহিনীর সদস্যরা তাদের দায়িত্ব শেষ হওয়ার সঙ্গে সঙ্গে নিজ বাহিনীতে ফিরে যাবেন।
উল্লেখ্য, ২০২৪ সালের আগস্টে ‘আনসার বিদ্রোহের’ পর হাজারখানেক আনসার সদস্য হঠাৎ দায়িত্ব ছেড়ে দিলে বিমানবাহিনীকে অস্থায়ীভাবে বিমানবন্দরের নিরাপত্তায় নিয়োজিত করা হয়। সেই সময় এপিবিএনকেও টার্মিনালের ভেতরের দায়িত্ব থেকে বিরত রাখা হয়েছিল।
পরবর্তীতে অফিসকক্ষ, যাত্রী হয়রানি এবং দায়িত্ব পালনে শিষ্টাচার ভঙ্গের অভিযোগ নিয়ে বিভিন্ন সংস্থার মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। সর্বশেষ বেবিচকের নিরাপত্তা সদস্য এয়ার কমোডর আসিফ ইকবালের এক চিঠিতে এপিবিএন অধিনায়কের বিরুদ্ধে শিষ্টাচার ভঙ্গের অভিযোগ তোলা হলে পরিস্থিতি আরও জটিল হয়।
বৈঠকে সভাপতির দায়িত্বে থাকা প্রধান উপদেষ্টার আন্তর্জাতিকবিষয়ক বিশেষ সহকারী লুৎফে সিদ্দিকী বলেন, “সরকারি সংস্থাগুলো একই লক্ষ্যে কাজ করছে। আমাদের কথায় ও কাজে পেশাদারিত্ব ও পারস্পরিক সম্মান বজায় রাখতে হবে।”