নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার কসবা আটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শহিদুর রহমান শহিদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ ও মানবন্ধন কর্মসূচী পালন করা হয়েছে।
শনিবার (৫ আগস্ট) দুুপুরে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি টাঙ্গাইল জেলা শাখার উদ্যোগে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে এ কর্মসূচী পালন করা হয়।
প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি টাঙ্গাইল জেলা শাখার নির্বাহী সভাপতি মোঃ হুমায়ুন কবির।
সমাবেশে শিক্ষকরা বলেন, ‘বাংলাদেশের বিদ্যমান আইনে কেউ কোনো অবস্থাতেই আইন নিজের হাতে তুলে নিতে পারে না।
একজন শিক্ষকের উপর হামলা করে আবার ঐ শিক্ষকের নামেই মিথ্যা মামলা দায়েরের ঘটনায় আমরা শিক্ষক সমাজ হতবাক ও বিস্মিত।
অনতিবিলম্বে শিক্ষক ও স্কাউটার শহিদুর রহমান শহিদের নামে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি।
আরও পড়ুন- টাঙ্গাইলে কুমুদিনী কমপ্লেক্স পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত
এছাড়া হামলার সঙ্গে জড়িত স্থানীয় সন্ত্রাসী লালু মিয়া, জহের মিয়া, সিদ্দিক মিয়া, সুলতান, শহিদুল, ইসমাইল, হানিফ, সোনারুদ্দিন, হালিম মিয়া, সাদিনূর ও ওয়াজসহ অন্যান্য মাদক সন্ত্রাসীদেরকে দ্রুত গ্রেফতার করতে হবে।
ইতিমধ্যে গ্রেফতারকৃত আমির হামজা, মঞ্জু ও সুলতান মিয়াকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে।
অন্যথায় বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি সমগ্র বাংলাদেশের শিক্ষকদের নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তুলবে।’
এসময় টাঙ্গাইল জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
সমাবেশে সঞ্চালনা করেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক হাজী মুহাঃ সাজ্জাদুর রহমান খোশনবীশ।
প্রসঙ্গত, স্থানীয় মাদক ব্যবসার প্রতিবাদে সোচ্চার থাকায় গত ২৬ জুলাই রাতে শিক্ষক শহিদকে বাড়ি থেকে ধরে নিয়ে যায় সন্ত্রাসীরা।
এরপর তাঁর উপর নৃশংসভাবে হামলা করে হত্যা চেষ্টা চালায়। ট্রিপল নাইনে ফোন পেয়ে মারাত্মক আহত অবস্থায় পুলিশ তাঁকে উদ্ধার করে।
বর্তমানে চিকিৎসাধীন শহিদুর রহমান শহীদ হাসপাতালের বিছানায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।