অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে বিএনপির নেতা-কর্মী ও সমর্থকদের। প্রায় ১৭ বছর পর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগিরই দেশে ফিরছেন।
সম্প্রতি নেতা-কর্মীদের উদ্দেশে বার্তায় তিনি বলেন, “শিগগিরই আপনাদের সঙ্গে সরাসরি দেখা হবে। মানুষের আস্থা অর্জনের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হলে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।”
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও আশা প্রকাশ করে বলেন, দেশের মানুষ জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি তারেক রহমানের ফেরার প্রতীক্ষায় আছে। দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, কয়েক সপ্তাহের মধ্যেই এবং জাতীয় নির্বাচনের বহু আগেই দেশে ফিরবেন তিনি। দেশে ফিরে থেকেই নির্বাচনে দলকে নেতৃত্ব দেবেন তারেক রহমান।
দলের শীর্ষ নেতার স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে বিএনপির মধ্যে ব্যাপক প্রস্তুতি চলছে। ধারণা করা হচ্ছে, নির্বাচন তফসিল ঘোষণার ঠিক আগে বা পরেই তিনি দেশে ফিরতে পারেন। তারেক রহমানের আগমন উপলক্ষে ঢাকায় বিশাল সমাবেশ এবং বিমানবন্দরে গণঅভ্যর্থনার পরিকল্পনা নিয়েছে বিএনপি।
বিশ্বস্ত সূত্র জানিয়েছে, গুলশান-২ এর ১৯৬ নম্বর বাড়িতেই থাকার প্রস্তুতি নিচ্ছেন তারেক রহমান। ইতিমধ্যে বাড়িটির সংস্কারকাজ চলছে। ২০০৮ সালে চিকিৎসার জন্য লন্ডনে যাওয়ার পর থেকে সেখানেই ছিলেন তিনি। তবে আওয়ামী লীগ সরকারের পতন ও সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর দেশে ফেরার ক্ষেত্রে কোনো বাধা নেই বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা।
বিএনপি নেতারা বিশ্বাস করেন, তারেক রহমান দেশে ফিরলে নির্বাচনী রাজনীতিতে নতুন জোয়ার সৃষ্টি হবে এবং দল সুসংগঠিতভাবে নির্বাচনে অংশ নিতে পারবে।