বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খুব শিগগিরই দেশে ফিরবেন। তিনি দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন, আমরাও তাকে বরণ করার প্রস্তুতি গ্রহণ করছি। যেদিন তারেক রহমান দেশে ফিরবেন, সেদিন ১৮ কোটি মানুষ তাকে স্বাগত জানাবে বলে আমি বিশ্বাস করি।
বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে টাঙ্গাইলের বাসাইলে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
আযম খান বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন গণতন্ত্র ও দেশের সমৃদ্ধির জন্য। গণতন্ত্রের সঙ্গে মানবাধিকার ও জনগণের অধিকারও জড়িত। আর নির্বাচনের বিকল্প একমাত্র নির্বাচনই হতে পারে।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, যারা নির্বাচন বিলম্বিত করতে বা বাধাগ্রস্ত করতে চায়, এর পেছনেই তাদের ভূমিকা রয়েছে। তবে সব রাজনৈতিক দল যদি নির্বাচনের প্রতি মনোনিবেশ করে, তাহলে আইনশৃঙ্খলা বাহিনীও সুষ্ঠু নির্বাচনে শক্তিশালী ভূমিকা পালন করবে।
অনুষ্ঠানে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীরের সভাপতিত্বে জেলা ও উপজেলা বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।