টাঙ্গাইলের নাগরপুরে র্যাবের অভিযানে মানিকগঞ্জের শিবালয়ের তিন বছরের শিশু মরিয়ম হত্যা মামলার ১নং আসামী মোঃ সুজন শেখ (২৭) গ্রেফতার হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় নাগরপুর উপজেলার গয়হাটা বাজার এলাকা র্যাবের এ অভিযান পরিচালিত হয়।
বুধবার (২৯ অক্টোবর) সিপিসি-৩, র্যাব-১৪, টাঙ্গাইল ক্যাম্প হতে দেয়া প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়, মামলার এজাহার সূত্রে জানা যায় যে, ভিকটিম মানিকগঞ্জের শিবালয়ের তিন বছরের শিশু মরিয়মের বাবা পেশায় একজন জেলে। ভিকটিমের বাবা ব্যক্তি জীবনে তিনটি বিবাহ করলেও তার প্রথম ও দ্বিতীয় স্ত্রীর সাথে পারিবারিক কলহের কারণে বিবাহ বিচ্ছেদ ঘটে এবং তৃতীয় স্ত্রীর সাথে সংসার করে আসছে।
এরই ধারাবাহিকতায় গত ২৩ অক্টোবর রাতে স্ত্রী ও সন্তানদের সাথে রাতের খাবার শেষ করে নদীতে মাছ ধরতে যায়। পরবর্তীতে মাছ ধরা শেষ করে পরদিন সকালে লোকজনের মুখে শুনতে পারে জনৈক জামাল মিয়ার পেয়ারা বাগানের সাথে যমুনা নদীর পাড়ে তার ছোট কন্যা ভিকটিম মরিয়ম (৩) এর গলায় ওড়না পেচানো লাশ পাওয়া গেছে ।
উক্ত সংবাদ প্রাপ্তির পর বাদী দ্রুত ঘটনাস্থলে পৌছিয়ে লাশ দেখে নিজ মেয়ে কে সনাক্ত করে। এঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে মানিকগঞ্জ জেলার শিবালয় থানায় ২৪ অক্টোবর একটি হত্যা মামলা দায়ের করেন।
এরই ধারাবাহিকতায় সিপিসি-৩, র্যাব-১৪, টাঙ্গাইল ও সিপিসি-৩, র্যাব-৪, মানিকগঞ্জ ক্যাম্পের যৌথ আভিযানিক দল আসামীর বর্তমান অবস্থান নিশ্চিত হয়ে মঙ্গলবার (২৮ অক্টোবর) সন্ধায় টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার গয়হাটা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত হত্যা মামলার এজাহারনামীয় ১নং আসামী মোঃ সুজন শেখ (২৭), জেলা- মানিকগঞ্জ’কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মানিকগঞ্জ শিবালয় থানার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।











