শীতার্ত মানুষদের পাশে বিত্তবানদের এগিয়ে আসা উচিত বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব।
সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে ঈশ্বরদী বাজার এলাকায় শীতবস্ত্র বিতরণ ও বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। হাবিবুর রহমান হাবিব বলেন, ঈশ্বরদীর অনেক বড় ব্যবসায়ী আছেন, যারা ইচ্ছে করলেই শীতার্ত মানুষদের মাঝে শীত বস্ত্র বিতরণ করে তাদের শীত নিবারণ করতে পারেন। ব্যবসায়ী ও রাজনৈতিক নেতাদের শীতার্ত মানুষদের পাশে দাঁড়ানো দরকার।
তাহলে অসহায় মানুষগুলো শীতের নিদারুণ কষ্ট থেকে কিছুটা বাঁচবে।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আজমল হোসেন ডাবলু, পৌর বিএনপি নেতা আব্দুল জব্বার, মাহবুব আলম দুলাল মন্ডল, সাবেক ছাত্রদল নেতা রফিকুল ইসলাম নয়ন, তুহিন সিদ্দিক, শেখ বেলাল প্রমুখ।