ডিসেম্বর শুরু হলো, মহান বিজয়ের মাস। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের ঐতিহাসিক বিজয় এবং স্বাধীনতার অর্জনকে স্মরণ করে দেশজুড়ে উদযাপন শুরু হয়েছে। এ বিজয়ের মাধ্যমে বাঙালি জাতি পায় নিজস্ব ভূখণ্ড, জাতীয় পতাকা এবং বিশ্বে স্বীকৃত স্বাধীন জাতি হিসেবে আত্মপরিচয়।
মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে ৩০ লাখ শহীদ ও ২ লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত স্বাধীনতা বাঙালি জাতির হাজার বছরের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক স্বপ্নকে পূর্ণতা দিয়েছে। ডিসেম্বরের ১৬ তারিখে ঢাকার রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) পাকিস্তানি হানাদার বাহিনী আত্মসমর্পণ করে, যা মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয়ের প্রতীক।
ডিসেম্বর মাসের বিজয় শুধু গৌরবের নয়, এক শোকগাঁথার মাসও। হানাদার বাহিনী দেশের মেধাবী সন্তান ও বুদ্ধিজীবীদের নৃশংস হত্যা করে জাতিকে মেধাহীন করার চেষ্টা করেছিল। তবে গেরিলা আক্রমণ এবং মুক্তিযোদ্ধাদের ত্যাগের কারণে পাকিস্তানি বাহিনী পরাজিত হয়।
মুক্তিযুদ্ধের এই বিজয় আজো বাঙালি জাতির ইতিহাসে অম্লান গৌরব হিসেবে উজ্জ্বল। এই মাসে জাতি শ্রদ্ধা জানায় শহীদদের প্রতি এবং স্মরণ করে স্বাধীনতার মূল্যে আত্মনিবেদনকারী মা-বোনদের অবদান।











