আজ (১ ডিসেম্বর) থেকে কক্সবাজার থেকে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু হয়েছে। চলতি মৌসুমে পর্যটকরা আগামী দুই মাস দ্বীপে রাত্রিযাপন করতে পারবেন। সোমবার সকাল ৭টা ১৫ মিনিটে কক্সবাজার শহরের নুনিয়ারছড়ার বিআইডব্লিউটিএ ঘাট থেকে তিনটি জাহাজ সেন্টমার্টিনের উদ্দেশে রওনা দেয়। প্রথম যাত্রায় ১১০৬ জন পর্যটক উপস্থিত ছিলেন।
কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহিদুল আলম জানান, প্রতিদিন দুই হাজারের বেশি পর্যটক দ্বীপে যেতে পারবেন না। চলতি মৌসুমে এমভি কর্ণফুলী এক্সপ্রেস, এমভি বারো আউলিয়া, কেয়ারী সিন্দাবাদন এবং কেয়ারী ক্রুজ অ্যান্ড ডাইন নামের চারটি জাহাজ কক্সবাজার-সেন্টমার্টিন রুটে চলাচলের অনুমতি পেয়েছে।
শাহিদুল আলম আরও বলেন, সেন্টমার্টিনের জীববৈচিত্র্য রক্ষায় সরকারের জারি করা ১২টি নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করতে হবে। পর্যটকদের বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের স্বীকৃত অনলাইন প্ল্যাটফর্ম থেকে টিকিট সংগ্রহ করতে হবে। প্রতিটি টিকিটে থাকবে ট্রাভেল পাস ও কিউআর কোড; কিউআর কোড ছাড়া টিকিট নকল হিসেবে গণ্য হবে।
দ্বীপের পরিবেশ রক্ষায় বিশেষ নির্দেশনা অনুযায়ী:
-
সৈকতে আলো জ্বালানো, উচ্চ শব্দে অনুষ্ঠান, বারবিকিউ পার্টি, কেয়াবনে প্রবেশ ও কেয়াফল সংগ্রহ নিষিদ্ধ।
-
সামুদ্রিক কাছিম, পাখি, প্রবাল, রাজকাঁকড়া ও অন্যান্য জীববৈচিত্র্যের ক্ষতি সম্পূর্ণভাবে নিষিদ্ধ।
-
সৈকতে মোটরসাইকেল, সি-বাইকসহ মোটরযান চলাচল বন্ধ।
-
নিষিদ্ধ পলিথিন ও একবার ব্যবহার্য প্লাস্টিক ব্যবহার থেকে বিরত থাকতে হবে।
পর্যটকরা ৩১ জানুয়ারি পর্যন্ত সেন্টমার্টিনে উপভোগ করতে পারবেন রাত্রিযাপন এবং প্রাকৃতিক সৌন্দর্যের স্বাদ।











