মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও আরেক অভিযুক্তের বিরুদ্ধে অবশিষ্ট সাক্ষ্যগ্রহণ আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে।
বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ সাক্ষ্যগ্রহণ চলবে।
এর আগে সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টা ২০ মিনিট থেকে বিকেল পর্যন্ত মামলার সাক্ষ্যগ্রহণ হয়। তবে শেষ না হওয়ায় আজ অবশিষ্ট সাক্ষ্য ও জেরা গ্রহণের জন্য দিন ধার্য করা হয়। এরপর এ মামলায় সাক্ষ্য দেবেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম।
এখন পর্যন্ত মামলায় মোট ৪৬ জন সাক্ষীর সাক্ষ্য রেকর্ড করা হয়েছে। এর মধ্যে দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান সোমবার তার সাক্ষ্য প্রদান শুরু করেন।
উল্লেখ্য, গত ১০ জুলাই শেখ হাসিনা, কামাল ও মামুনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন ট্রাইব্যুনাল। প্রসিকিউশনের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের পাঁচটি অভিযোগ আনা হয়েছে।
 
			 
    	 
		     
                                
 
                                





 
							




