খবর বাংলা
,
ডেস্ক
জুলাই আন্দোলনে হত্যাযজ্ঞের অভিযোগে দায়ের করা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেওয়া আমৃত্যু কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত নিয়েছে ট্রাইব্যুনালের প্রসিকিউশন। আজ সোমবার (১৫ ডিসেম্বর) সুপ্রিম কোর্টের আপিল বিভাগে মৃত্যুদণ্ডের আবেদন জানিয়ে আপিল করা হবে বলে নিশ্চিত করেছেন প্রসিকিউটর গাজী এম এইচ তামিম।
তিনি জানান, ট্রাইব্যুনাল-১ এর দেওয়া আমৃত্যু কারাদণ্ডের রায় অপর্যাপ্ত বলে মনে করছে প্রসিকিউশন। তাই এই মামলায় সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড চেয়ে আপিল করা হবে।
মামলার অভিযোগপত্র অনুযায়ী, ২০২৪ সালের ১৪ জুলাই গণভবনে এক সংবাদ সম্মেলনে শেখ হাসিনা আন্দোলনকারীদের ‘রাজাকার’ বলে উসকানিমূলক বক্তব্য দেন। একই রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মাকসুদ কামালের সঙ্গে কথোপকথনে আন্দোলনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দেন তিনি। প্রসিকিউশনের দাবি, এসব বক্তব্য ও নির্দেশনার পরপরই রংপুরে পুলিশি গুলিতে আবু সাঈদ নিহত হন।
এর আগে গত ১৭ নভেম্বর ট্রাইব্যুনাল-১ এই মামলায় শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে আমৃত্যু কারাদণ্ড প্রদান করেন। রায় ঘোষণার দিনই প্রসিকিউশনের পক্ষ থেকে জানানো হয়েছিল, তারা এই রায়ের বিরুদ্ধে আপিল করবেন।
তথ্য সূত্র : যমুনা টিভি











