জাতীয় পরিচয়পত্র (এনআইডি) হারালে এখন থেকে আর সাধারণ ডায়েরি (জিডি) করার প্রয়োজন হবে না। নাগরিকদের ভোগান্তি কমাতে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
সিদ্ধান্তের বিস্তারিত হুমায়ুন কবীর জানান, এনআইডি হারানোর পর জিডি করার বাধ্যবাধকতা তুলে দেওয়ার প্রস্তাবে ইতোমধ্যেই ইসির চূড়ান্ত অনুমোদন পাওয়া গেছে। পাশাপাশি, এনআইডি সংক্রান্ত সেবা আরও সহজ ও দ্রুত করার জন্য নতুন পরিকল্পনা প্রণয়ন চলছে।
পরিসংখ্যান জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের তথ্য অনুযায়ী, গত এক বছরে প্রায় ৯ লাখ ৫০ হাজার ঝুলে থাকা এনআইডি সংশোধনের আবেদন নিষ্পত্তি করা হয়েছে। এতে অনেক নাগরিক দীর্ঘদিনের ভোগান্তি থেকে মুক্তি পেয়েছেন।
নির্বাচন কমিশনের এই নতুন সিদ্ধান্ত কার্যকর হলে ভবিষ্যতে এনআইডি হারানো সংক্রান্ত সেবায় নাগরিকরা আরও সহজ প্রক্রিয়ার সুবিধা পাবেন বলে আশা করা হচ্ছে।