নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলে দেলদুয়ার উপজেলার নরুন্দা গ্রামে শ্বশুর বাড়িতে স্ত্রী আলিশাকে জবাই করে হত্যা করেছে পাষন্ড স্বামী মো. রাশেদ (৩০)।
নিহতের নাম আলিশা বেগম (২৮)। সোমবার (৩ জুলাই) দুপুর আনুমানিক ২টার দিকে উপজেলার নরুন্দা গ্রামে এই ঘটনা ঘটে।
রাশেদ টাঙ্গাইল সদর উপজেলার পয়লা গ্রামের সোনা মিয়ার ছেলে।
জানা যায়, প্রায় ১০ বছর আগে সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের পয়লা গ্রামের সোনা মিয়ার ছেলে রাশেদের সাথে আলিশার বিয়ে হয়। তারা তিন সন্তানের বাবা-মা।
পাথরাইল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রামপ্রসাদ সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
দেলদুয়ার থানার পরিদর্শক মোঃ সাইদ জানান, ঈদেন আগের দিন আলিশা শ্বশুর বাড়ি থেকে তিন ছেলে মেয়েকে নিয়ে বাবার বাড়ি দেলদুয়ার উপজেলার নরুন্দা পূর্ব পাড়া আসেন।
রোববার দুপুরে আলিশার স্বামী রাশেদ এসে ছেলে মেয়েকে নিয়ে যান।
সোমবার বিকেলে আলিশা তার বাবার বাড়ি নরুন্দা গ্রামে ঘরের ভেতর শুয়ে ছিলেন।
এসময় তার স্বামী রাশেদ মিয়া শ্বশুর বাড়ি এসে ঘরের ভেতর ঢুকে স্ত্রী আলিশাকে ধারালো ছুরি দিয়ে জবাই করে পালিয়ে যাওয়ার চেক্টা করে।
পরে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে খবর দেয়।
খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
এ ঘটনায় স্বামী রাশেদকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত রাশেদ ঢাকায় গাড়ির মিস্তিরির কাজ করেন।