মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার দলিল লেখকপট্টিতে অগ্নিকাণ্ডে অন্তত ১৯টি দোকান পুড়ে গেছে। শনিবার (৬ জুলাই) রাত ২টার দিকে উপজেলা রেজিস্ট্রি অফিসের সামনে একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়।
পরে আগুন দ্রুত পাশের দলিল পট্টিতে ছড়িয়ে পড়ে এবং জমিজমার নথিপত্রসহ মূল্যবান সামগ্রী পুড়ে যায়। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ফায়ার সার্ভিস জানিয়েছে, তদন্তের পর আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানা যাবে। প্রাথমিকভাবে প্রায় ২০ লাখ টাকার ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। এর আগে গত ১৬ মে শ্রীনগর বাজারে অগ্নিকাণ্ডে শতাধিক দোকান পুড়ে গিয়েছিল।