টাঙ্গাইল ক্লাবের আজীবন সদস্য ও বিএনপির সাবেক মন্ত্রী অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু বলেছেন, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র এখনও চলছে, তাই সবাইকে সতর্ক থাকতে হবে। জনগণের সম্পদ যেন জনগণের হাতেই থাকে এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
শনিবার (১২ জুলাই) রাতে টাঙ্গাইল ক্লাব আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পিন্টু বলেন, “আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র কখনোই শেষ হয়নি, এখনো চলছে। দেশকে সুন্দরভাবে গড়ে তুলতে বিএনপির প্রয়োজন আছে। মানুষের কথা বলার, ভোট দেওয়ার এবং শিক্ষার অধিকার নিশ্চিত করতে হবে।”
তিনি আরও অভিযোগ করেন, স্বৈরাচারী সরকার মিথ্যা মামলায় তাকে নির্যাতন করেছে। “ছাত্র, কৃষক, শ্রমিক ও সাধারণ মানুষ আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারী শাসককে ক্ষমতা থেকে সরিয়েছে,” বলেন তিনি।
তিনি আশা প্রকাশ করে বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে তারেক রহমানও দেশকে সমৃদ্ধশালী করে তুলবেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টাঙ্গাইল ক্লাবের সাধারণ সম্পাদক কামরুজ্জামান। আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি হামিদুল হক মোহন, সাবেক সহ-সভাপতি আলী ইমাম তপন, সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, বিএনপি নেতা সাদিকুল আলম খোকা, আইন উপদেষ্টা অ্যাডভোকেট শফিকুল ইসলাম রিপন, অধ্যাপক নুরুল ইসলাম, ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর হোসেন ও সালামত হোসেন খান দেলু।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইঞ্জিনিয়ার খন্দকার সাঈদ আল খালিদ সোপান। সংবর্ধনায় টাঙ্গাইল ক্লাবের অন্যান্য সদস্য ও বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।