খবর বাংলা
,
ডেস্ক
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, শহীদ শরীফ ওসমান হাদির জনপ্রিয়তা এবং গ্রহণযোগ্যতাই সম্ভবত কিছু মহলের সহ্য হয়নি। এ কারণেই পরিকল্পিতভাবে তাকে সরিয়ে দেওয়া হয়েছে। তবে তিনি বলেন, বিপ্লবীদের হত্যা করে তাদের চেতনা দমন করা যায় না; বরং তা আরও শক্তিশালী ও বিস্তৃত হয়।
রোববার (২১ ডিসেম্বর) ফজরের নামাজের পর শরীফ ওসমান হাদির কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, ‘চব্বিশের জুলাইয়ের গণআন্দোলনের একজন আপন মানুষ ছিলেন শরীফ ওসমান হাদি। তিনি আজীবন ইনসাফ, স্বাধীনতা ও দেশের সার্বভৌমত্বের পক্ষে কথা বলে গেছেন। নিজস্ব সংস্কৃতি ও মূল্যবোধে বিশ্বাসী এই তরুণ কোটি তরুণের হৃদয়ে প্রতিবাদের আগুন জ্বালিয়ে দিয়েছিলেন।’
তিনি আরও বলেন, বর্তমান সরকারের কর্মকাণ্ডে জনগণ এখনো পুরোপুরি সন্তুষ্ট নয়। হাদির হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
আগামী ফেব্রুয়ারির মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশাবাদ প্রকাশ করেন জামায়াত আমির।
তথ্য সূত্র : যুগান্তর











