টাঙ্গাইলের সখীপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন—উপজেলার দারিয়াপুর ইউনিয়নের খোলাঘাটা গ্রামের মুসা সিকদারের ছেলে নিতু সিকদার (১৯) এবং বাসাইল উপজেলার গিলাবাড়ি গ্রামের শহিদুল ইসলামের ছেলে শিহাব মিয়া (১৯)।
গত শুক্রবার (১ আগস্ট) সন্ধ্যায় সখীপুর পৌরসভার ৩নং ওয়ার্ডের গার্লস স্কুল রোডের ভাই ভাই আবাসিক হোটেলের নিচ থেকে তাদের হাতেনাতে আটক করা হয়। পুলিশ জানিয়েছে, গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ৪৯ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূইয়া জানান, “মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। মাদক কারবারিদের কোনো ছাড় দেওয়া হবে না।”স্থানীয়দের মতে, অভিযানে গ্রেপ্তার হওয়া দুজন দীর্ঘদিন ধরে মাদক বিক্রির সঙ্গে জড়িত ছিল।