টাঙ্গাইলের সখীপুর উপজেলায় এমএমচালা বিট কার্যালয়ের বন প্রহরিদের ওপর হামলার ঘটনায় সখীপুর থানায় মামলা হয়েছে। শনিবার (২১ সেপ্টেম্বর) রাতে বিট কর্মকর্তা রুমিউজ্জামান বাদী হয়ে স্থানীয় ইউপি সদস্য আলাউদ্দিন, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শের আলীসহ ৭ জনকে আসামি করে মামলা দায়ের করেন।
পুলিশ ও মামলার তথ্য অনুযায়ী, উপজেলার বন বিভাগের বহেড়াতৈল রেঞ্জের এমএমচালা বিটের বন প্রহরি আব্দুল মোতালেব ও ওয়াসার খসরু মিয়া গত শনিবার দুপুরে ছাতিয়াচালা এলাকা থেকে এক ভ্যান শাল গজারি গাছের কাঠ জব্দ করে বিট কার্যালয়ে নিয়ে আসেন।
বিকেলের দিকে ছাতিয়া বাজারে দায়িত্ব পালনকালে আসামিরা লাঠি-সোটা নিয়ে দুই প্রহরির ওপর হামলা চালায়। হামলায় প্রহরিরা গুরুতর আহত হন এবং ঘটনাস্থলে পৌঁছে বিট কর্মকর্তা রুমিউজ্জামান তাঁদের উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
মামলার আসামিরা হলেন- ইউপি সদস্য আলাউদ্দিন (৫৫), ৪ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শের আলী (৫০), ছাতিয়া গ্রামের বিএনপি কর্মী আপন হোসেন (৩৫), শ্রমিক দলের সদস্য জাহাঙ্গীর আলম (৪৫), আয়নাল মিয়া (৫০), আজাহার আলী (৪৫) ও বাহাদুর মিয়া (৪০)।
বন প্রহরি রুমিউজ্জামান বলেন, “ঘটনার খবর পেয়ে ছাতিয়া বাজারে গেলে আসামিরা আমাকে ও রেঞ্জ অফিসারকে গালিগালাজ করে এবং মারধরের চেষ্টা করে।”
উপজেলার বহেড়াতৈল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হুমায়ূন আহমেদ বলেন, “আমাদের পক্ষের কেউ হামলার সঙ্গে জড়িত নয়। মীমাংসার চেষ্টা করতে গিয়ে আসামি করা হয়েছে।”
সখীপুর থানার দ্বিতীয় কর্মকর্তা এসআই মোশাররফ হোসেন চৌধুরী জানান, “হামলার আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।”