টাঙ্গাইলের সখীপুর উপজেলায় গ্যাস সিলিন্ডারের বাজার নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। বেশি দামে সিলিন্ডার বিক্রি ও বিভিন্ন অনিয়মের দায়ে ৭টি ব্যবসায়িক প্রতিষ্ঠানকে মোট ১৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পৌর শহরের কাঁচা বাজার সড়ক ও গার্লস স্কুল সড়কের বিভিন্ন দোকানে এই অভিযান পরিচালনা করেন সখীপুরের সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক শামসুন নাহার শিলা।
অভিযানে মেসার্স অনন্ত সুব্রত স্টোরকে ২ হাজার টাকা, সাহা স্টোরকে ৩ হাজার টাকা, ভাই ভাই স্যানেটারি ৩ হাজার টাকা, নুপুর এন্টারপ্রাইজ ৩ হাজার টাকা, শশী জেনারেল স্টোর ২ হাজার টাকা, সাদিয়া এন্টারপ্রাইজ ৩ হাজার টাকা এবং মেসার্স আল ফাহাদ এন্টারপ্রাইজকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় আরও কয়েকজন ব্যবসায়ীকে সতর্ক করা হয় এবং বাজারে ন্যায্যমূল্য নিশ্চিত করতে নির্দেশনা দেওয়া হয়।