টাঙ্গাইলের সখীপুরে আব্দুল বাছেদ মুন্সি (৫৫) নামে এক ব্যক্তি বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতা পরিচয় দিয়ে নানা অপকর্ম চালানোর অভিযোগে এলাকাবাসীর ক্ষোভের মুখে পড়েছেন। শুক্রবার (২২ আগস্ট) বিকেলে দেবরাজ বাজারে স্থানীয়রা তার শাস্তির দাবিতে মানববন্ধন করে।
স্থানীয়রা অভিযোগ করেন, বাছেদ মুন্সি বড়চওনা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সভাপতি পরিচয় দিয়ে এলাকায় ধর্মীয় ও সামাজিক বিভ্রান্তি ছড়াতেন। সম্প্রতি তিনি এক প্রবাসীর স্ত্রীকে নিয়ে গাজীপুরে উঠেছিলেন। বনিবনা না হওয়ায় ওই নারী তার উপর ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যান। পরে তিনি ঢাকার হাসপাতালে চিকিৎসা নেন।
মানববন্ধনে উপস্থিত স্থানীয়রা দাবি করেন, বাছেদ মুন্সি যৌন নির্যাতন ও অপকর্মের সঙ্গে জড়িত, এবং তার বিরুদ্ধে বিচার হওয়া প্রয়োজন।
বাংলাদেশ জামায়াতে ইসলামী সখীপুর উপজেলা শাখার সেক্রেটারি মনিরুজ্জামান জানিয়েছেন, বাছেদ মুন্সি সংগঠনের কোনো কর্মী বা পদাধিকারপ্রাপ্ত ব্যক্তি নয়। তিনি নিজের পরিচয় দিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছেন।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম ভূঞা বলেন, অভিযোগের স্থান গাজীপুর হওয়ায় বাছেদকে সংশ্লিষ্ট থানায় অভিযোগ দায়েরের পরামর্শ দেওয়া হয়েছে।
আব্দুল বাছেদ মুন্সি নিজেকে জামায়াত সমর্থক বলে স্বীকার করেছেন, তবে লিখিত কোনো পদ বা দায়িত্ব তিনি পাননি। ঘটনার বিষয়ে তিনি জানান, গাজীপুরে সম্পর্কিত মহিলার ইচ্ছায় গিয়েছিলেন এবং ধর্মীয়ভাবে বিয়ে সম্পন্ন হয়েছিল, কিন্তু আঘাতের কারণ বুঝতে পারছেন না।