সখীপুর প্রতিনিধি : টাংগাইলের সখীপুরে বুধবার দুপুরে অভিযান চালিয়ে দুটি ইট ভাটাতে তিন লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
উপজেলার কাঁকড়াজান ইউনিয়নের পলাশতলীর মিতালী ইটভাটা এবং বহেড়াতৈঁলের পূবালী ইট ভাটায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।
এসময় কৃষি জমি থেকে মাটি কেটে এবং কাঠ পুড়িয়ে ইট প্রস্তুত করার অপরাধে “ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রন) আইন ২০১৩” এর ৫(১) ধারায় জরিমানা করা হয়েছে।
এই ধারায় মিতালী ইটভাটাকে দুই লক্ষ টাকা এবং পূবালী ইটভাটাকে এক লক্ষ টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সুলতানা ঘটনার সত্যতা স্বীকার করেন।
এসময় তিনি বলেন, দুটি ইট ভাটায় কৃষি জমির মাটি ও পোড়ানোর জন্য কাঠ এনে রাখা হয়েছে।
এসংবাদের ভিত্তিতে ভাটায় এসে তথ্যের সত্যতা পাই।
এই অপরাধে মিতালী ইটভাটাকে দুই লক্ষ টাকা এবং পূবালী ইটভাটাকে এক লক্ষ টাকা মোট তিন লক্ষ টাকা অর্থদণ্ড করা হয়েছে। সম্পাদনা – অলক কুমার