টাঙ্গাইলের সখীপুর উপজেলার কাকড়াজান ইউনিয়নের হামিদপুর চৌরাস্তা মোড়ে হোটেল ব্যবসায় অনিয়ম ও অস্বাস্থ্যকর পরিবেশের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) ভ্রাম্যমাণ আদালতের অভিযানে আফিয়া বারবিকিউ হোটেলকে ১৫ হাজার টাকা এবং তানজিনা হোটেলকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন সখীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামছুন নাহার শীলা। পরিদর্শনকালে দেখা যায়, হোটেলগুলো নোংরা ও অপরিচ্ছন্ন পরিবেশে খাবার পরিবেশন করছে এবং স্বাস্থ্যবিধি উপেক্ষা করে বিভিন্ন অনিয়ম চালিয়ে যাচ্ছে। এসব কারণে হোটেলের মালিক আসলাম মিয়া ও শাহাদাৎ হোসেনকে মোট ২২ হাজার টাকা জরিমানা করা হয়।
সহকারী কমিশনার শামছুন নাহার শীলা জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুসারে জরিমানা করা হয়েছে এবং এমন অভিযান নিয়মিতভাবে চলবে।