টাঙ্গাইলের সখীপুর উপজেলায় বজ্রপাতে শামীম (১৫) নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেলে উপজেলার কাকড়াজান ইউনিয়নের বৈলারপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শামীম বৈলারপুর গ্রামের শরাফত আলীর ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, দুপুরে শামীম বাড়ির পাশের বিলে মাছ ধরতে যায়। এ সময় হঠাৎ বজ্রপাত হলে সে গুরুতর আহত হয়। পরে পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে বিকেল ৪টা ৩০ মিনিটে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় ইউপি চেয়ারম্যান জামাল হোসেন জানান, শামীমের পরিবার অত্যন্ত অসহায়। তার বাবা মাছ ধরে ও অটোরিকশা চালিয়ে সংসার চালাতেন। শামীমের অকাল মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।