টাঙ্গাইলের সখীপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুয়েল রানা (২৫) নামের এক সিঙ্গাপুরপ্রবাসী যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার (৪ আগস্ট) বিকেলে উপজেলার বহেড়াতৈল ইউনিয়নের বগা প্রতিমা গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত জুয়েল ওই গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে। তিনি কিছুদিন আগে সিঙ্গাপুর থেকে ছুটি কাটাতে দেশে ফিরেছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, জুয়েল ঘরের কাঠের ফার্নিচার সরানোর সময় বিদ্যুতের লিকেজ তারে জড়িয়ে পড়েন। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। স্বজনরা দ্রুত তাকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের ভগ্নিপতি আশিক জানান, জুয়েল এক বছর আগে বিয়ে করেন। স্থানীয় ইউপি সদস্য আলাউদ্দিন মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম ভূঁইয়া জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। পরিবারের আবেদনের পর মরদেহ হস্তান্তর করা হবে।