টাঙ্গাইলের সখীপুর উপজেলার তালিমঘর এলাকার তালীমুল কুরআন মাদরাসা ও এতিমখানা থেকে তিনজন শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। রবিবার (২২ জুন) দিবাগত রাতে তারা মাদরাসা থেকে নিখোঁজ হয়।
নিখোঁজ শিক্ষার্থীরা হলো—সামিউল ইসলাম (১৫), পিতা নাজিবুল ইসলাম, গ্রাম বেড়বাড়ী খন্দকারপাড়া; মমিনুল ইসলাম মারুফ (১৬), পিতা সেলিম হোসাইন, গ্রাম বাজাইল; এবং রবিউল ইসলাম (১৫), পিতা আলাল মিয়া, গ্রাম পেকুয়া, মির্জাপুর উপজেলা।
মাদরাসার সুপার মো. নুরুল ইসলাম জানান, ভোর রাত চারটার দিকে ছবক দেওয়ার সময় এই তিন শিক্ষার্থীকে অনুপস্থিত পাওয়া যায়। সাধারণত রাগ করে কিছু শিক্ষার্থী মাঝে মাঝে পালিয়ে যায়—বিষয়টি ভেবে তাৎক্ষণিকভাবে অভিভাবকদের অবহিত করা হয়।
নিখোঁজ সামিউলের বাবা নাজিবুল ইসলাম জানান, ভোরে মাদরাসা থেকে ছেলের নিখোঁজের খবর পান। পরে স্থানীয়ভাবে খোঁজ নিয়ে জানতে পারেন, ওই তিন শিক্ষার্থী তক্তারচালা বাজার থেকে একটি সিএনজিযোগে মির্জাপুর উপজেলার গোড়াই এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে নামেন। এরপর থেকে তারা নিখোঁজ রয়েছে।
সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূইয়া জানান, এখন পর্যন্ত লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।











