টাঙ্গাইলের সখীপুর উপজেলায় ৫০০ গ্রাম গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে সখীপুর থানা পুলিশ। শুক্রবার (৭ নভেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার আড়াইপাড়া গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক বিক্রির সময় হাতেনাতে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় পুলিশ তার কাছ থেকে গাঁজা ভর্তি একটি প্যাকেট জব্দ করে।
গ্রেপ্তারকৃত ব্যক্তি ইসমাইল হোসেন (৫০)। তিনি ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার তামাট গ্রামের মৃত আজমত আলীর ছেলে।
সখীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) লিবাস চক্রবর্তী জানান, “গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ তাকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে শনিবার সকালে তাকে টাঙ্গাইল আদালতে পাঠানো হবে।”
আইনশৃঙ্খলা রক্ষায় মাদকবিরোধী এই অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।











