সচিবালয়ের ক্যান্টিনের দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে কয়েকজন কর্মকর্তা-কর্মচারী আহত হয়েছেন। মঙ্গলবার (২৪ জুন) রাত সাড়ে ৮টার দিকে সচিবালয়ে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতদের মধ্যে রয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা নূরুল ইসলাম, কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তা ওবায়দুল ইসলাম রবি, আইন মন্ত্রণালয়ের কর্মকর্তা মিলন ও অফিস সহকারী হাসনাত, ক্যাবিনেট বিভাগের সহকারী মুজাহিদুল ইসলাম সেলিম এবং গণপূর্ত মন্ত্রণালয়ের কম্পিউটার অপারেটর জাকির হোসেন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
আইন মন্ত্রণালয়ের প্রুফ রিডার আনোয়ারুল ইসলাম রানা জানান, সচিবালয়ের ক্যান্টিন পরিচালনার দায়িত্বে থাকা নূরুল ইসলামসহ ১০ জন বাজার করতে গেলে, অপর পক্ষের বাদিউল নেতৃত্বে ৩০-৪০ জন লাঠি ও রড নিয়ে তাদের ওপর হামলা চালায়।
ঘটনায় আহতদের মধ্যে নূরুল ইসলাম হাসপাতালে ভর্তি আছেন, বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি, তবে পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।