সর্বকালের সেরা আবেদনময়ী আইকনদের প্রথম ২০ জনের একজন ছিলেন পারভিন ববি। সত্তরের দশকে মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু, এরপর অভিনয়ে। সে সময়ে টাইম ম্যাগাজিনের কভারে খোলামেলা পোজ দিয়ে ঝড় তুলেছিলেন আবেদনময়ী এই অভিনেত্রী। অভিনয়, নাচ, আবেদন আর বৈচিত্র্যময় ফ্যাশন স্টেটমেন্ট দিয়ে চারিদিকে হৈচৈ ফেলা দেওয়া এই অভিনেত্রী অল্প বয়সে না ফেরার দেশে পাড়ি জমান।
কেউ বলছেন আত্মহত্যা, আবার কেউ বলছেন হত্যা; কিন্তু তার মৃত্যু ঘিরে আজও রয়েছে রহস্য।
সেই আলোচিত নায়িকার জীবনের গল্প এবার উঠে আসতে চলেছে পর্দায়। তবে সিরিজটি নির্মিত হবে ওটিটি প্ল্যাটফরমের জন্য। ঘোষণার পর থেকেই দর্শকেরা উন্মুখ হয়ে আছেন সিনেমাটির জন্য। এবার জানা গেল, সেই পারভীন ববির ভূমিকায় অভিনয় করবেন বলিউডের এই সময়ের আলোচিত অভিনেত্রী তৃপ্তি দিমরি। এমনটা জানিয়েছেন ফিল্মফেয়ার।
তারা বলছে, প্রয়াত অভিনেত্রী পারভীন ববির জীবন ও ক্যারিয়ারের ওপর নির্মিতব্য বায়োপিক সিরিজটি নির্মাণ করছেন নেটফ্লিক্স। শিগগিরই শুরু হবে এর শুটিং। খুব শিগগির শুরু হবে বলে ধারণা করা হচ্ছে। এটি পরিচালনা করবেন ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’ খ্যাত সোনালী বোস। সংবাদমাধ্যমটি জানিয়েছে, তৃপ্তিকে ইতিমধ্যে চূড়ান্ত করা হয়েছে।
এদিকে তৃপ্তিকে আগামীতে দেখা যাবে বিশাল ভরদ্বাজের পরবর্তী সিনেমাতে। এতে তার সঙ্গে জুটি হবেন শহীদ কাপুর। সিনেমাটি চলতি বছরের ৫ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবার কথা রয়েছে।