বাংলাদেশ পুলিশের নবনিযুক্ত এন্টি টেররিজম ইউনিটের (এটিইউ) প্রধান অতিরিক্ত আইজিপি মো. রেজাউল করিমের সঙ্গে সন্ত্রাসবাদ দমন বিষয়ে দুটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) ঢাকার এটিইউ সদর দপ্তরে প্রথম বৈঠকটি হয় ফরাসি দূতাবাসের প্রতিনিধি দলের সঙ্গে।
ফরাসি দূতাবাসের ডেপুটি হোমল্যান্ড সিকিউরিটি অ্যাটাশে লেফটেন্যান্ট কর্নেল ক্রিস্টেল ফন্টেইনের নেতৃত্বে প্রতিনিধি দল বৈঠকে অংশ নেয়। এসময় উপস্থিত ছিলেন ডেপুটি হেড অফ মিশন মিস্টার ফ্রেডেরিক ইনজা। বৈঠকে সন্ত্রাসবাদ দমনে সহযোগিতা জোরদার করার বিষয়ে আলোচনা হয়।
এটিইউর কার্যক্রম নিয়ে সংক্ষিপ্ত ব্রিফিং দেওয়া হলে ফরাসি প্রতিনিধি দল প্রশংসা করে। জানানো হয়, হোলি আর্টিজান ঘটনার পর বাংলাদেশে বড় ধরনের কোনো সন্ত্রাসী হামলা ঘটেনি। বৈঠকে গোয়েন্দা তথ্য বিনিময়, প্রশিক্ষণ বৃদ্ধি, ওপেন সোর্স ইন্টেলিজেন্স টুলস ব্যবহারসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
একইদিনে অতিরিক্ত আইজিপির কার্যালয়ে যুক্তরাজ্যের প্রতিনিধি দলের সঙ্গে আরও একটি বৈঠক অনুষ্ঠিত হয়। যুক্তরাজ্য প্রতিনিধি দলে ছিলেন মিজ সাকিনা আলম, ডেপুটি হেড (কাউন্টার টেররিজম ডিপার্টমেন্ট, ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস) এবং মিস্টার মুলিন।
আলোচনায় জানানো হয়, সন্ত্রাসবাদের বিরুদ্ধে বাংলাদেশ সরকার ‘শূন্য সহিষ্ণুতা’ নীতি মেনে চলছে। উভয় পক্ষ নিজ নিজ অভিজ্ঞতা ও কৌশল বিনিময়ের পাশাপাশি সন্ত্রাসবিরোধী কার্যক্রমে পারস্পরিক সহযোগিতা ও গোয়েন্দা তথ্য আদান-প্রদান অব্যাহত রাখার বিষয়ে একমত হয়।