চট্টগ্রামের সন্দ্বীপ চ্যানেলের চরে আটকা পড়া বিআইডব্লিউটিএ’র ফেরি কপোতাক্ষ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার (১৫ অক্টোবর) সকাল ৮টার দিকে ফেরি মাস্টার সাইফুল ইসলাম জানান, উদ্ধারকারী দুটি টাগ বোট ও একটি এক্সাভেটরের মাধ্যমে ফেরিটি চর থেকে সরানো হয়েছে।
গতকাল মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল ৭টার দিকে ফেরি যাত্রী ও যানবাহনসহ সন্দ্বীপ গুপ্তছড়া ঘাটের কাছাকাছি চরে আটকে যায়, যার ফলে পরবর্তী সব পারাপারের সিডিউল বাতিল করতে হয়। বিকল্প ব্যবস্থা নেওয়া হলেও ফেরিতে থাকা যানবাহনগুলো নামানো সম্ভব হয়নি। আজ বুধবার ফেরি চলাচল স্বাভাবিক হলে পন্টুনে পৌঁছার পর এসব যানবাহন নামানো হয়।
ফেরি চলাচলের বিলম্বের কারণে চট্টগ্রামের বাঁশবাড়িয়া ও সীতাকুণ্ডে যাত্রার উদ্দেশ্যে অনেক যানবাহন গুপ্তছড়া ঘাটে অপেক্ষায় ছিল। এই পরিস্থিতিতে বিআইডব্লিউটিএর ড্রেজার মেশিন দ্রুত পাঠানো হয়। ফেরি মাস্টার সাইফুল ইসলাম জানান, ভাটা থাকার কারণে আজ বুধবার ট্রিপ দেওয়া সম্ভব নয়। ড্রেজার পৌঁছালে রুটে নাব্যতা ফিরে আসবে এবং ফেরি চলাচল স্বাভাবিক হবে।
গত কয়েক মাস ধরে গুপ্তছড়া ঘাটে ড্রেজিং না হওয়ায় চরের সৃষ্টি হয়েছে, ফলে ফেরি চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। ফেরি কর্তৃপক্ষ জোয়ার-ভাটার সময় অনুযায়ী ট্রিপ চালাতে বাধ্য হচ্ছে। যাত্রীদের মধ্যে এ নিয়ে চাপা ক্ষোভ রয়েছে।