সব আওয়ামী লীগারকে ‘মানসিকভাবে অসুস্থ’ বলে মন্তব্য করেছেন অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্য। এদের থেরাপি ও রিহ্যাবে পাঠানোর পরামর্শও দিয়েছেন তিনি।
সোমবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন পিনাকী। পোস্টে তিনি সম্প্রতি আলোচিত আবু সাঈদ ইস্যুতে বক্তব্য রাখতে গিয়ে বলেন, ‘আবু সাঈদকে নিয়ে কটূক্তি করা স্কুলছাত্র একদিন মুজিব হতে পারবে। ১৮ বছর বয়সে সে এখনো ক্লাস টেনে পড়ে। সাবাশ! সোহরাওয়ার্দীর বডিগার্ডও এমনই ছিল—বাইশ বছরে মেট্রিক পাস করেছিল।’
পিনাকী আরও লেখেন, ‘আবু সাঈদ তো তাকে কিছু বলেনি, কিছু করেনি—সে বীরের মতো শহীদ হয়েছে। তাকে নিয়ে কটূক্তির কী আছে? শহীদ হওয়া কি দোষ? কেন সে আন্দোলনে গেল? কেন তার শহীদ হওয়ায় সারা দেশে আগুন জ্বলে উঠল—এইটাই কি তার অপরাধ?’
সবশেষে পিনাকী বলেন, ‘এই ছেলেকে রিহ্যাবে পাঠানো উচিত। সে মানসিকভাবে অসুস্থ। আসলে সব আওয়ামী লীগারই মানসিকভাবে অসুস্থ। এদের জন্য থেরাপি ও রিহ্যাব—দুইটাই দরকার।’