কক্সবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৭টি পদের ৯টিতে জয়ী হয়েছে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। এতে জামায়াত ইসলামী সমর্থিত ল’ইয়ার্স কাউন্সিল মনোনীত অ্যাডভোকেট এ কে এম শাহজালাল চৌধুরী-মুহাম্মদ নুরুল ইসলাম প্যানেল ছয়টি পদে জয় পায়। এ ছাড়া স্বতন্ত্র হিসেবে দুই প্রার্থী বিজয়ী হয়েছন।
গতকাল শনিবার সকাল ৯টা থেকে জেলা আইনজীবী সমিতি ভবনে ভোটগ্রহণ শুরু হয়ে শেষ হয় বিকেল ৩টায়।
এরপর ভোট গণনা শেষে রাত ১০টায় নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। এই নির্বাচনে ৪৯৭ ভোট পেয়ে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট ছৈয়দ আলম। ৩৭২ ভোট পেয়ে অ্যাডভোকেট মোহাম্মদ তাওহিদুল আনোয়ার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। সিনিয়র সহ-সভাপতি পদে ৪১০ ভোট পেয়ে অ্যাডভোকেট মোহাম্মদ ফরিদ উদ্দিন ফারুকী, সহ-সভাপতি পদে ৪৭২ ভোট পেয়ে অ্যাডভোকেট মোহাম্মদ ইউনূস, সহ-সাধারণ সম্পাদক (সাধারণ) পদে ৪৮১ ভোট পেয়ে মনীর উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক (হিসাব) পদে ৩৫৬ ভোট পেয়ে এ বি এম মহিউদ্দিন, পাঠাগার ও তথ্য-প্রযুক্তি সম্পাদক পদে ৪৪৬ ভোট পেয়ে সাকো আলম, আপ্যায়ন সম্পাদক পদে ৪৪২ ভোট পেয়ে মোহাম্মদ আব্দুর রহিম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে ৩২১ ভোট পেয়ে সাজিদ আবেদীন নির্বাচিত হয়েছেন।
সিনিয়র নির্বাহী সদস্য পদে ৫০৮ ভোট পেয়ে (১ম) আকতার উদ্দীন হেলালী, ৪৬০ ভোট পেয়ে (২য়) মোহাম্মদ আমির হোসাইন, ৪৩৫ ভোট পেয়ে (৩য়) সাব্বির আহমদ, ৩৭৩ ভোট পেয়ে (৪র্থ) এস এম নুরুল ইসলাম নির্বাচিত হয়েছেন।
নির্বাহী সদস্য পদে ৬০১ ভোট পেয়ে (১ম) আকতারুর রহমান, ৫৪৪ ভোট পেয়ে (২য়) অ্যাড. মোহাম্মদ এজাজুল হক খোকন, ৪৮৪ ভোট পেয়ে (৩য়) সাইফুল ইসলাম, ৩৭১ ভোট পেয়ে (৪র্থ) মোহাম্মদ আতাউল্লাহ নির্বাচিত হন।