গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র সমাবেশস্থলে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। বুধবার দুপুর পৌনে ২টার দিকে গোপালগঞ্জ পৌর পার্কের উন্মুক্ত মঞ্চে এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয় এনসিপি নেতারা।
দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, বিকেলে ওই স্থানে এনসিপির সমাবেশ হওয়ার কথা ছিল। এর আগে মঞ্চে থাকা সাউন্ড সিস্টেম, মাইক ও চেয়ার ভাঙচুরের পাশাপাশি এনসিপির উপস্থিত নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয়।
স্থানীয়রা জানিয়েছেন, পৌর পার্কের আশপাশের সড়ক থেকে লাঠিসোঁটা হাতে ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলায় অংশ নেয়। এ সময় ককটেল বিস্ফোরণের শব্দও শোনা গেছে বলে জানান প্রত্যক্ষদর্শীরা।
এর আগে একইদিন পুলিশের গাড়িতে আগুন দেওয়ার পাশাপাশি ইউএনওর গাড়িতে হামলা চালানো হয়েছে বলেও অভিযোগ পাওয়া গেছে।
জাতীয় নাগরিক পার্টি ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ শিরোনামে মাসব্যাপী কর্মসূচি পালন করছে। এর অংশ হিসেবে আজ গোপালগঞ্জে পদযাত্রা ও সমাবেশের কর্মসূচি রয়েছে দলটির। গতকাল মঙ্গলবার দলটির ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে ‘১৬ জুলাই: মার্চ টু গোপালগঞ্জ’ শিরোনামে কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। ইতিমধ্যে দলের নেতাকর্মীরা গোপালগঞ্জে প্রবেশ করেছেন বলে এনসিপির ফেসবুক লাইভে দাবি করা হয়েছে।
এ বিষয়ে গোপালগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান জানিয়েছেন, সমাবেশকে কেন্দ্র করে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর ৬ শতাধিক সদস্য মোতায়েন রয়েছেন। অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসন সতর্ক অবস্থায় রয়েছে বলেও জানান তিনি।