বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও মহসীন হলের সাবেক জিএস সাইদুর রহমান সাঈদ সোহরাব বলেছেন, বিএনপি সম্প্রীতির রাজনীতিতে বিশ্বাসী। সম্প্রীতির বাংলাদেশে ধর্মীয় ভেদাভেদের কোনো স্থান নেই। প্রত্যেক মানুষ স্বাধীনভাবে তার ধর্ম পালন করবেন, আর ধর্ম-বর্ণ-জাত নির্বিশেষে সবার সমান অধিকার রয়েছে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) পৌর শহরের ব্যবসা প্রতিষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র গঠনের ৩১ দফার লিফলেট বিতরণ শেষে পথসভায় তিনি এসব কথা বলেন।
সাঈদ সোহরাব আরও জানান, এ বছর মির্জাপুর উপজেলায় সর্বোচ্চ ২৬০টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এজন্য তারেক রহমান বিশেষ নজর রাখছেন এবং স্থানীয় মণ্ডপগুলোতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিরাপত্তায় নিয়োজিত থাকার নির্দেশ দিয়েছেন।
তিনি বলেন, তারেক রহমান ঘোষিত ৩১ দফার মূল লক্ষ্য নাগরিক অধিকার, আইনের শাসন, বৈষম্যহীন রাষ্ট্র ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা। আগামী জাতীয় নির্বাচনে দেশের মানুষ বিএনপিকে রাষ্ট্রক্ষমতায় দেখতে চায় বলেও তিনি মন্তব্য করেন।
সভায় পৌর বিএনপির সভাপতি হযরত আলী মিঞা, উপজেলা কৃষক দলের সভাপতি জাহাঙ্গীর মৃধা, উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক তোজাম্মেল হোসেন প্রিন্সসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।